Sunday, October 6, 2024
বাড়িরাজ্য২০২৩-২৪ অর্থবর্ষে বাজেটে সফলতা আসবে : অর্থমন্ত্রী

২০২৩-২৪ অর্থবর্ষে বাজেটে সফলতা আসবে : অর্থমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ নভেম্বর : ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে পৃথক ভাবে বিভিন্ন দপ্তরের কাজের জন্য অর্থের সংস্থান রাখা হয়েছে। এই দপ্তর গুলির কাজ কতটুকু অগ্রগতি হয়েছে সেসব বিষয়ে জানতে বুধবার অর্থ দপ্তরের তরফে পর্যালোচনা বৈঠক করা হয়। মহাকরণে আয়োজিত এই বৈঠকে বিভিন্ন দপ্তরের সচিব, অধিকর্তা সহ সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে হয় বৈঠক। এবং বৈঠকে পৌরহিত করেন অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায়।

বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে জানান, বাজেটে যেসব কাজের সংস্থান রাখা হয়েছে সেগুলিতে যাতে কোথাও কোন টাকা অব্যয়িত না থাকে, পাশাপাশি উন্নয়ন ধীরগতিতে না হয়, তা নিয়ে আলোচনা হয়েছে। তিনি জানান কিছু কিছু দপ্তরের কাজ ধীরলয়ে চলছে। সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতার বিষয়ে তিনি বলেন সরকারের বিবেচনায় বিষয়টি নিশ্চয় আছে। অর্থমন্ত্রী আরও জানান অর্থ দপ্তর থেকে ভালো এখন পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে। তিনি আশা প্রকাশ করেন বাজেটের ঘাটতি অনেকটা পূরণ হয়ে যাবে। প্রকল্প গুলি বাজেটে রাখা হয়েছে এর সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এদিনের পর্যালোচনা বৈঠক হয়েছে বলে জানান মন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য