নয়াদিল্লি, ৮ নভেম্বর (হি.স.) : জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) বুধবার মানব পাচার মামলায় ১০টি রাজ্য জুড়ে অভিযান শুরু করেছে। এই দশটি রাজ্য হল, ত্রিপুরা, অসম, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, হরিয়ানা, পুদুচেরি, রাজস্থান এবং জম্মু ও কাশ্মীর। এই ১০টি রাজ্য ছাড়াও আরও বেশ কয়েকটি রাজ্যে অভিযান চালাচ্ছে এনআইএ।
বুধবার রাজ্য পুলিশ বাহিনীর সঙ্গে যৌথভাবে ঘনিষ্ঠ সমন্বয়ে এনআইএ-এর দল এই মামলার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের বাসস্থান এবং অন্যান্য স্থানে অভিযান চালাচ্ছে। এনআইএ-র একাধিক দল অপরাধের সঙ্গে জড়িত সন্দেহভাজনদের বিরুদ্ধে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে ১০টি রাজ্যে এই অভিযানকার্য শুরু করে। এনআইএ-র গোয়েন্দারা এই ১০টি রাজ্যের চার ডজনেরও বেশি জায়গায় অনুসন্ধান করছে যাতে করে আন্তর্জাতিক সম্পর্কযুক্ত মানব পাচার চক্রকে তারা ধরতে পারে। গত মাসে বেঙ্গালুরু থেকে এনআইএ-র একটি দল শ্রীলঙ্কার মানব পাচার মামলায় জড়িত তামিলনাড়ু থেকে এক পলাতক অভিযুক্তকে গ্রেফতার করেছিল।