Thursday, November 30, 2023
বাড়িরাজ্যমানব পাচার মামলায় ১০টি রাজ্যে এনআই অভিযান

মানব পাচার মামলায় ১০টি রাজ্যে এনআই অভিযান

নয়াদিল্লি, ৮ নভেম্বর (হি.স.) : জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) বুধবার মানব পাচার মামলায় ১০টি রাজ্য জুড়ে অভিযান শুরু করেছে। এই দশটি রাজ্য হল, ত্রিপুরা, অসম, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, হরিয়ানা, পুদুচেরি, রাজস্থান এবং জম্মু ও কাশ্মীর। এই ১০টি রাজ্য ছাড়াও আরও বেশ কয়েকটি রাজ্যে অভিযান চালাচ্ছে এনআইএ।

বুধবার রাজ্য পুলিশ বাহিনীর সঙ্গে যৌথভাবে ঘনিষ্ঠ সমন্বয়ে এনআইএ-এর দল এই মামলার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের বাসস্থান এবং অন্যান্য স্থানে অভিযান চালাচ্ছে। এনআইএ-র একাধিক দল অপরাধের সঙ্গে জড়িত সন্দেহভাজনদের বিরুদ্ধে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে ১০টি রাজ্যে এই অভিযানকার্য শুরু করে। এনআইএ-র গোয়েন্দারা এই ১০টি রাজ্যের চার ডজনেরও বেশি জায়গায় অনুসন্ধান করছে যাতে করে আন্তর্জাতিক সম্পর্কযুক্ত মানব পাচার চক্রকে তারা ধরতে পারে। গত মাসে বেঙ্গালুরু থেকে এনআইএ-র একটি দল শ্রীলঙ্কার মানব পাচার মামলায় জড়িত তামিলনাড়ু থেকে এক পলাতক অভিযুক্তকে গ্রেফতার করেছিল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য