Sunday, January 26, 2025
বাড়িরাজ্যমানুষ যেদিন জাগবে সেদিন সরকার থাকতে পারবে না : অনিমেষ দেববর্মা

মানুষ যেদিন জাগবে সেদিন সরকার থাকতে পারবে না : অনিমেষ দেববর্মা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ নভেম্বর : ডাবল ইঞ্জিনের ফাঁদে পা দিয়ে তিপ্রা মথা গত ৮ মাসে দু’কুলই হারাতে চলেছে। বহু স্বপ্ন নিয়ে আবেগ, ভালোবাসা কাজে লাগিয়ে বিধানসভা নির্বাচনে লড়াই করে প্রধান বিরোধী দলের শক্তি অর্জন করেছিল মথা। বিরোধী দলের নেতা হয়েছেন অনিমেষ দেববর্মা। কিন্তু দিল্লির ফাঁদে পা দিয়ে এডিসি -র সঠিক দায়িত্ব পালন করতে পারল না গত তিন বছরে। জনগণের জন্য কোন উন্নয়নমূলক কাজ করেছে বলে জানা নেই কারোর। এবং সবচেয়ে বড় বিষয় হলো গত আট মাসে না দলের নেতাদের জায়গা হলো না বিধানসভায় এবং সুপ্রিমো সংসদ হওয়ার টিকিট পাওয়া কষ্টকর সেটাও ইঙ্গিত পেয়ে গেছে।

এতদিন শুধু দিল্লি আর রাজ্যে বিজেপির শীর্ষ নেতাদের সাথে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে হয়েছে বৈঠক মথার সুপ্রিমো সহ প্রথম সারির নেতৃত্ব। এখন যখন বুঝতে পারছে ধোঁয়াশার মধ্যেই রয়েছেন মথার নেতারা তখন সরকার কাজ করছে না বলে অভিযোগ তুলতে সাংবাদিক সম্মেলন করলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। গত ৮ মাসে বিরোধী দল নেতার ভূমিকা পালন না করলেও বুধবার বিধানসভায় সাংবাদিক সম্মেলন করে তিনি সরকারের সমালোচনা করলেন। তিনি বলেন সরকার মন্ত্রীদের ছবি দিয়ে প্রচার করছে ঠিকই, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। গ্রাম পাহাড় সবদিকে শুধু হাহাকার চলছে। এ বিষয়ে বিডিও এবং মহকুমা শাসকগণ সমস্ত কিছুই জানেন। কিন্তু তারা বলে দিচ্ছেন তাদের কিছু করার নেই। উন্নয়ন শুধু পোস্টার আর কাগজে হচ্ছে। রাজ্যের টাকা বহিঃরাজ্যে চলে যাচ্ছে।

 যার ফলে রাজ্যের ঋণের টাকা গত ছয় বছরে দ্বিগুণ হয়েছে। তাই নয় বামফ্রন্ট সরকার যে ঋন নিয়েছিল তার দ্বিগুণ নিয়েছে বিজেপি ও আইপিএফটি জোট সরকারের আমলে। তাই উন্নয়ন শুধু পোস্টারের সীমাবদ্ধ বলে দাবি করেন বিরোধী দলনেতা। আইনশৃঙ্খলার প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, থানা বাবুরা সাধারণ মানুষকে থানায় গেলে মামলার রিসিভ কপি দিচ্ছে না। এস.ডি.পি.ও এবং এস.পি সাহেব দেখবে বলে মানুষকে রিসিভ কপি না দিয়ে থানা থেকে চলে যেতে বলা হচ্ছে। আর এটাই ঘরে ঘরে সুশাসনে পরিবর্তে নির্যাতন বলে জানান সরকারের বিরুদ্ধে সমালোচনা করেন তিনি। গত দুমাস অধিক সময় ধরে পেঁয়াজের মূল্য আকাশ ছোঁয়া হয়েছে। এর প্রতিবাদে বিরোধীদলকে মাঠে ময়দানে না দেখা গেলেও পিকচার ক্লিয়ার হওয়ার সময় সাফাই দিলেন বিরোধী দলনেতা।

 বিরোধী দলনেতা সাংবাদিক সম্মেলনে এদিন বলেন, পেঁয়াজের মূল্য ২৫ টাকা থেকে ৪০ টাকায় হতে পারে, দেখা যাচ্ছে পেঁয়াজের মূল্য বাজারে ১০০ টাকা করে বিক্রি হচ্ছে। এর উদাহরণস্বরূপ তিনি তুলে ধরলেন তুলাশিকড় বাজার। তিনি বলেন, রাস্তায় আন্দোলনে নেমে পুলিশের সাথে ধস্তাধস্তি করে পুলিশকে মেরে ফেলল সরকার পেঁয়াজের মূল্য কমাতে ব্যবস্থা নেবে না। যার ফলে আন্দোলন কোন কাজে আসবে না বলে ব্যাখ্যা দিলেন তিনি। আরো অভিযোগ তুলে বললেন মানুষের কাছে নেই পয়সা, আর সরকার সম্পদ কর বৃদ্ধি করছে, বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করেছে। রাজ্যের টাকা, দিল্লি পাঞ্জাব চলে যাচ্ছে। আর সরকার পক্ষে কিছু লোক রাজ্যে টাকা কামাই করছে। এভাবে চলতে পারে না। মানুষ যেদিন জাগবে সেদিন এ সরকার থাকতে পারবে না বলে দাবি করেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য