স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ নভেম্বর : বিগত দিনে রাজ্য সরকার ই ফাইল, ই অফিস চালু করেছে। বর্তমানে ই ক্যাবিনেট হচ্ছে। কাগজ ছাড়া এটি রূপান্তরিত হয়েছে। ক্যাশলেশের চিন্তাধারায় মানুষের মানসিকতার মধ্যে পরিবর্তন এসেছে। এতে পিছিয়ে নেই পরিবহণ দপ্তর। দপ্তরের বিভিন্ন কাজকর্মে ইতিমধ্যে আরো স্বচ্ছতা আনতে ক্যাশলেশ ব্যবস্থা চালু হয়েছে। মঙ্গলবার মহাকরণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় ভাবে জেলা পরিবহণ অফিস গুলিতে ক্যাশলেশ পরিষেবার সূচনা করে এই বিষয়ে বিস্তারিত জানান পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
পরিষেবা আগরতলায় চালুর ফলে গত এপ্রিল মাসে থেকে এখনো পর্যন্ত ৪ কোটি টাকার উপর রাজস্ব এসেছে। একই ধরনের সাড়া রাজ্যের অন্যান্য জেলা গুলি থেকে পেলে দপ্তরের বিগত দিনের রেকর্ড ১১৫ কোটি টাকার তা ভাঙ্গা সম্ভব হবে। লক্ষ্য স্থির করা হয়েছে ১২৫ কোটি টাকা বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিনের পরিষেবার সূচনা পর্বে উপস্থিত ছিলেন পরিবহণ দপ্তরের যুগ্ম কমিশনার সুব্রত চৌধুরী , বিধায়ক প্রমোদ রিয়াং, অতিরিক্ত সচিব, দপ্তরের আধিকারিক, অতিরিক্ত জেলা শাসক, ডিডিও অন্যান্য আধিকারিকেরা। সকলকে এই পরিষেবার গ্রহণের আহ্বান জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। পশ্চিম জেলায় আগস্ট মাসে এই ব্যবস্থা চালু হওয়ার পর দেখা গেছে রাজস্ব আদায় বেড়েছে। সেই কথা বিবেচনা করে অন্যান্য জেলা গুলিতেও এই ব্যবস্থা চালু করা হল বলে জানান তিনি।