Thursday, May 29, 2025
বাড়িরাজ্যবিনা চিকিৎসা জিবি হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেল রোগী, চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ...

বিনা চিকিৎসা জিবি হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেল রোগী, চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ হয়রানির

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ নভেম্বর :  পা পচে গেলেও আর জিবি হাসপাতালে আসব না। পরিবারকে বলে দিয়েছেন জিবি হাসপাতালে যাতে না আসে। এই কথাগুলি এক রোগী বিনা চিকিৎসায় জিবি হাসপাতাল থেকে ফিরে যাওয়ার সময় মঙ্গলবার ট্রমা সেন্টারে সামনে দাঁড়িয়ে বলে গেলেন। লিচু বাগান এলাকা থেকে বাবুল দেবনাথ নামে এক রোগীর অভিযোগ এদিন সকাল থেকে জিবি হাসপাতালে এসে টিকিট কেটে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ডাক্তার দেখায়।

 ডাক্তার দেখানোর পর প্রেসক্রাইব অনুযায়ী এক্সরে করেন ২০০ টাকা দিয়ে। এক্সরে -তে কোন সমস্যা না পাওয়ায় হাসপাতালে ডাক্তার আবার অর্থপেথিক্সের কাছে পাঠান। সেই ডাক্তার বাবু আবার রোগীকে সিল স্বাক্ষর নিয়ে আসার জন্য বলেন। যথারীতি সিল স্বাক্ষর নিয়ে গেলে বলা হয় তাকে আবার পয়সা দিয়ে সোনোগ্রাফি করার জন্য। তখন দুপুর ঘনিয়ে বিকাল হওয়ার পথে। একদিকে অসহায় দিনমজুরের পকেটে নেই পয়সা, অপরদিকে পায়ের যন্ত্রণায় তিনি ভুগছিলেন। কিন্তু চিকিৎসক ড্রেসিংরুমে গিয়ে পা থেকে শাল বের করার জন্য একবারের জন্য বলেন নি। শেষ পর্যন্ত হাসপাতাল থেকে বের হয়ে তিনি সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে নিজের হয়রানির বিষয়টি তুলে ধরেন সরকার এবং রাজ্যবাসীর উদ্দেশ্যে। কতটা নগ্ন পরিষেবা রয়েছে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে সেটা তার অভিযোগে স্পষ্ট হয়ে যায়।

মন্ত্রীরা বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য রেখে চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন রোগীরা হাসপাতালে আসার পর তাদের যত দ্রুত সম্ভব চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য। কিন্তু হাসপাতলে সাধারণ মানুষ না গেলে বুঝতে পারে না কতটা নগ্ন পরিষেবা হাসপাতালে ভেতর তৈরি করে রেখেছে কিছু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। যার ফলে যে পরিষেবা রোগীদের ১০ মিনিটে পাওয়ার কথা, সেটা পেতে দিন গড়িয়ে যাচ্ছে। কাটা হচ্ছে পকেট। সাধারণ মানুষের পকেট কেটে সরকারি কোষাগারে বাড়ছে পয়সা। সময় মতো দিচ্ছে না পরিষেবা। বিশেষ করে সাধারণ কিছু শারীরিক সমস্যা নিয়ে পর্যন্ত রোগীদের এভাবে হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ। এই অভিজ্ঞতা থেকে বহু রোগী এখন আর জিবি হাসপাতালে নাম পর্যন্ত শুনতে ভয় পায়। পরিষেবার নিতে গিয়ে কতটা সমস্যার মুখে পড়তে হয় সেটা আর বলার অপেক্ষা রাখে না। যার ফলে এখন যাদের সাধ্য হয় তারা ছুটছে বেসরকারি হাসপাতালের দিকে। এবং বিনা চিকিৎসায় ভুগছে গরিব মানুষ। বিশেষ করে দূর দূরান্ত থেকে রোগীরা এখন জিবি হাসপাতালে আসা বন্ধ করে দিতে চলছে। কখনো থাকছে না ড্রেসিং সামগ্রী, কখনো আবার থাকছে না বিদ্যুৎ, কখনো নেই পানীয় জল, কখনো হাসপাতালের মধ্যে রোগীর শরীরে দেওয়া হচ্ছে মেয়াদ উত্তীর্ণ রক্ত, আবার কখনো বিনা চিকিৎসায় বাড়ি ফিরতে হচ্ছে। এই অভিযোগগুলি যখন সংবাদ মাধ্যমের ক্যামেরায় উঠে আসে তখন সবকিছুই না জানার ভ্যান করে বসে থাকে হাসপাতালের দায়িত্বে থাকা সিনিয়র চিকিৎসকরা। সিনিয়র চিকিৎসকরা জুনিয়র চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দ্বারা হাসপাতালে এ ধরনের পরিষেবা কায়েম করে নিজেরা প্রাইভেট চেম্বার নিয়ে ব্যস্ত থাকছে। এমনটাই অভিযোগ কান পাতলে রোগীদের মুখ থেকেই শোনা যায়। সাপ্তাহিক সাংবাদিক সম্মেলন করলেও এর সুষ্ঠ কোন বিচার লক্ষ্য করা যায় না হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!