স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ নভেম্বর : সোনামুড়া বেজিমারা স্কুলে ১০০ ছাত্রের জন্য শিক্ষক ২ জন। নিয়মিত হচ্ছে না স্কুলের ক্লাস। দেখা দেয় করেছে ছাত্র ছাত্রী ও অভিভাবক মহল। ছাত্র-ছাত্রী ও অভিভাবক মহলে অভিযোগ, স্কুলে ১০০ পড়ুয়ার জন্য শিক্ষক মাত্র ২ জন। সোনামুড়া বিদ্যালয় পরিদর্শকের অধীনে থাকা এই বেজিমারা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এই চরম দুর্দশা দীর্ঘদিন ধরে।
এ বিষয়ে বহুবার দপ্তরকে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। তবে কর্ণপাত করছেন না দপ্তর। যার ফলে স্কুলের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ভাবে লাটে উঠেছে। বহুবার দপ্তরকে জানানোর পরেও যেহেতু সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক ছাত্র-ছাত্রীদের স্বার্থে অন্য কোন স্কুল থেকে শিক্ষক শিক্ষিকা বদলি করে আনা হয়নি তার জন্য ব্যাপক ক্ষোভের সঞ্চার হচ্ছে স্থানীয় অভিভাবক মহলে। স্কুলের প্রতি অত্যন্ত সুনাম ছিল। যা বর্তমানে দপ্তরের আধিকারিকদের উদাসীনতায় শিক্ষা পরিকাঠামো ভেঙে পড়েছে।