স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ নভেম্বর : সুইসাইড নোটে পরিবারের কাছে ক্ষমা চেয়ে চির বিদায় নিল বিশ্রামগঞ্জ আদিবাসী কলোনির একাদশ শ্রেণির ছাত্র। তার নাম প্রহর ত্রিপুরা। সে বিশ্রামগঞ্জ ডনবস্কো স্কুলের ছাত্র ছিল। ডন বস্কো স্কুলের একাদশ শ্রেণিতে পাঠরত ছিল মৃত ছাত্র।
সে বিশ্রামগঞ্জ আদিবাসী কলোনি এলাকার এক বাড়িতে ভাড়া থাকত। জানা যায় ধনপুর কাইচ্চাখলা এলাকার সত্য কুমার ত্রিপুরার ছেলে প্রহর ত্রিপুরা পড়ালেখার সুবাদে বিশ্রামগঞ্জ আদিবাসী কলোনি এলাকার এক বাড়িতে ভাড়া থাকতো। সোমবার রাতেও মোবাইলে মায়ের সাথে দীর্ঘ সময় কথা বলেছে সে। মঙ্গলবার সকাল থেকে প্রহর ত্রিপুরার মা বারে বারে ছেলেকে ফোন করলেও মোবাইল রিসিভ করছিল না ছেলে।
তখন পরিবারের লোকজন দ্রুত ছুটে আসে ভাড়া বাড়িতে। ভাড়া ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখতে পান প্রহর ত্রিপুরা ভাড়া ঘরে ফাঁসিতে আত্মহত্যা করেছে। পরবর্তী সময় খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ থানার পুলিশকে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের লোকজনদের হাতে। মৃত ছাত্র যে বাড়িতে ভাড়া থাকত সেই বাড়ির মালিক জানান বেশ কিছুদিন যাবত এলাকারই কিছু নেশাখোর যুবকের সাথে চলাফেরা করত প্রহর দেববর্মা। এই নিয়ে তিনি প্রহরকে সতর্ক করেছিলেন। সতর্ক করার পর কিছু দিন ভালো ভাবে চলাফেরা করলেও পরে সে পুনঃরায় নেশাখোর যুবকদের সাথে চলাফেরা করত।