স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ নভেম্বর : রোগিনীর ছেলেকে মারধর করল এক মহিলা নিরাপত্তা কর্মী। অভিযোগ হাপানিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত এক বেসরকারি কোম্পানির মহিলা নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে। গুরুতর অভিযোগ তুলল রোগীর আত্মীয় পরিজন। ঘটনার বিবরণে জানা যায়, এদিন সকাল থেকে ফিমেল মেডিসিন বিভাগের নিরাপত্তার দায়িত্বে ছিলেন অভিযুক্ত মহিলা বেসরকারি নিরাপত্তা কর্মী। অভিযোগ নিয়মিত হাসপাতালের চিকিৎসাধীন রোগীর আত্মীয় পরিজনদের সাথে খারাপ আচরণ করে আসছে।
হাসপাতালে চিকিৎসাধীন থাকা সিপাহিজলা জেলার বৈরাগী বাজার এলাকার বাসিন্দা সরস্বতী চৌধুরীর ছেলে রাহুল রায় চৌধুরী তার মাকে সাহায্য করার জন্য ভেতরে ঢুকতে চাইলে অভিযুক্ত মহিলা নিরাপত্তা রক্ষী মহিলার ছেলেকে ভেতরে ঢুকতে দেয়নি। যুবকটি বারবার অনুরোধ জানিয়ে আসছিল। ভেতরে তার মাকে সাহায্য করার মত কেউ না থাকায় এই অনুরোধ করে সে। এরপরেই বেসরকারি নিরাপত্তা রক্ষী ক্ষিপ্ত হয়ে ওই রাহুল রায় চৌধুরীকে মারধর করে। এতে রাহুলের কানে আঘাত লাগে। সঙ্গে সঙ্গেই ওই যুবককে হাসপাতালে চিকিৎসা করানো হয়। এই ঘটনায় অন্যান্য রোগীর আত্মীয় পরিজনেরা প্রতিবাদ জানায়। পরে সমস্ত রোগের আত্মীয় পরিজনেরা একত্রিত হয়ে গোটা ঘটনাটি লিখিত আকার হাসপাতালের মেডিকেল সুপারের কাছে অভিযোগ জানান। কর্তব্যরত বেসরকারি নিরাপত্তা রক্ষী মহিলাকে ক্লোজ করা হয়। হাসপাতালে মেডিকেল সুপারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে বিষয়টা তদন্ত অনুসারে বেসরকারি নিরাপত্তা রক্ষী মহিলার বিরুদ্ধে করা পদক্ষেপ গ্রহণ করা হবে।