স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ নভেম্বর : জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটলো খেজুরবাগান স্থিত গোয়ালা বস্তি এলাকায়। মৃত্যুর কোলে ঢলে পড়েন নাগিনা প্রসাদ রায় নামে এক ব্যক্তি।আহত আরো চারজন।
প্রতিবাদে গোয়ালা বস্তি এলাকার সাধারণ মানুষ ঘেরাও করল নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানা। এলাকায় ছড়িয়ে পড়েছে ব্যাপক উত্তেজনা। অভিযুক্তরা অজিৎ, বিজয়, রাজেশ সহ বেশ কয়েকজন। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যেতে সক্ষম হয়। অভিযুক্তদের কঠোর শাস্তি দাবির জানান পরিবারের লোকজনেরা।