স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ নভেম্বর: আবারো দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হলো কালী মন্দিরে। চোরের টিকির নাগালও পাচ্ছে না পুলিশ।বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর কালীবাড়িতে চোরের দল হানা দিয়ে প্রতিমার স্বর্ণালংকার সহ চারটি প্রণামী বাক্স ভেঙ্গে প্রচুর টাকা নিয়ে যায়।
পুরোহিত জানান, প্রায় সময়ই পাশের বট গাছের নিচে কিছু বখাটে যুবক নেশার আসর বসায়। পুলিশকে জানালেও পুলিশ কোন ব্যবস্থা নেয় নি। আগেও একবার এই মন্দিরে চুরি হয়েছিল। ফের একবার চুরির ঘটনা সংগঠিত হয়েছে রবিবার রাতে। আশেপাশে বহু বাড়িঘর থাকলেও টের পায়নি কেউ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে।