Friday, December 1, 2023
বাড়িরাজ্যএস টি জি টি -পরীক্ষার্থীদের বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন

এস টি জি টি -পরীক্ষার্থীদের বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ নভেম্বর :  শনিবার শিক্ষাভবনে গিয়ে ২০২২ সালের এস টি জি টি -পরীক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন প্রদান করা হয়। এদিন তারা টি আর বি টি-র কনট্রোলার অফ একজামিনেশন ডা. প্রত্যুষ রঞ্জন দেবের সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত নিয়োগের দাবি জানান। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে টি আর বি টি-র মাধ্যমে এস টি জি টি –দের পরীক্ষা নেওয়া হয়। এক বছর অতিক্রান্ত হয়েগেছে এখনো ফলাফল প্রকাশ করা হয়নি।

এমনকি নিয়োগ পক্রিয়া ঝুলে রয়েছে। ২০২২-র পরীক্ষায় ২৩০ টি পদের জন্য যে পরীক্ষা নেওয়া হয়েছিল তাতে সংরক্ষণ নিয়ে উচ্চ আদালতে মামলা হয়। পরবর্তীতে এই মামলার রায় করে আদালত। রায়ের পরেও ফলাফল প্রকাশ ও নিয়োগ পক্রিয়া থমকে আছে। এই নিয়ে বার বার টি আর বি টি-র অধিকর্তা থেকে সকলের সঙ্গে সাক্ষাৎ করলেও আইনগত জটিলতা দেখিয়ে এড়িয়ে যাওয়া হচ্ছে। এই আইনগত জটিলতা আর কতকাল থাকবে তা নিয়ে প্রশ্ন তোলেন তারা। মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ দাবী করেন বিক্ষোভকারীরা। এদিন টি আর বি টি-র  কনট্রোলার অফ একজামিনেশন ডা. প্রত্যুষ রঞ্জন দেব জানান তারা প্রস্তুত রয়েছে। নির্দেশ পেলেই ফলাফল প্রকাশ করবেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য