স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ নভেম্বর : শনিবার আগরতলা প্রেস ক্লাব, পিয়ারলেস হাসপাতাল এবং বি কে রায় রিসার্চ সেন্টারের যৌথ উদ্যোগে ক্যান্সার সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জ্বলন করে আগরতলা প্রেস ক্লাবে সচেতন শিবিরের অনুষ্ঠানিক সূচনা করেন পিয়ারলেস হাসপাতালের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রবীন্দ্র পাই।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য ও পিয়ারলেস হাসপাতালের মার্কেটিং বিভাগের এসিট্যান্ট জেনেরাল ম্যানেজার অনুপ ভক্ত। অনুষ্ঠানে ক্যান্সার সচেতনতা বিষায়ক আলোচনা করেন কলকাতার পিয়ারলেস হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ শৌভনিক শতপতি, ডাঃ অভিষেক দত্ত ও ডাঃ প্রগতি সিংহল। আলোচনা শেষে এই ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তাররা বিনামূল্যে রোগীদের ক্যান্সার থেকে মুক্ত থাকার বিষয়ে পরামর্শও দেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সকল সদস্য, সদস্যা এবং সাংবাদিক ও চিত্র সাংবাদিকরা।