Monday, January 13, 2025
বাড়িরাজ্যবহিঃরাজ্যের যুবকের মর্মান্তিক মৃত্যু

বহিঃরাজ্যের যুবকের মর্মান্তিক মৃত্যু

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ নভেম্বর :  মন্দির নগরীতে বহিঃরাজ্যের যুবকের মর্মান্তিক মৃত্যু। দুর্ঘটনায় মৃত্যু হওয়া যুবকের নাম শামীন আহমেদ, বয়স ২৫ বছর। জানা যায় শামিন আহমেদের বাড়ি শিলচর। ৬ মাস পূর্বে কর্মসুত্রে সে রাজ্যে আসে। আগরতলায় ভাড়া থেকে বিভিন্ন স্থানে সে কাজ করত। মন্দিরনগরী উদয়পুরে কাজ করার জন্য বাইক নিয়ে গিয়েছিল সে।

 বাইক চালিয়ে আসার সময় একটি গাড়ি শামিন আহমেদের বাইককে ধাক্কা মেরে পালিয়ে যায়। এতে শামিন আহমেদ গুরুতর ভাবে আহত হয়। পথ চলতি মানুষ ঘটনা প্রত্যক্ষ করে দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়। দমকল বাহিনীর কর্মীরা গুরুতর আহত অবস্থায় শামিনকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। জিবি হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে দেন। ঘটনার বিষয়ে জানান মৃত শামিন আহমেদের এক সহকর্মী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য