Friday, December 1, 2023
বাড়িরাজ্যপাঁচ মাস পর গ্রেপ্তার অপহরণ কান্ডের অভিযুক্ত

পাঁচ মাস পর গ্রেপ্তার অপহরণ কান্ডের অভিযুক্ত

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ নভেম্বর :  নাবালিকা মেয়ে অপহরনের সঙ্গে যুক্ত আসামীকে গ্ৰেপ্তার করেছে পুলিশ। জানা যায়, উদয়পুর মাতাবাড়ি থেকে ১৫ বছরের এক নাবালিকা কন্যাকে জোর করে মাতাবাড়ি এলাকার এক যুবক জয়ন্ত দেবনাথ তুলে নিয়ে যায়।

 সেদিন মেয়ের বাবা রাধাকিশোরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সঙ্গে সঙ্গে পুলিশ মেয়েটিকে উদ্ধারের জন্য মাঠে নেমে। চব্বিশ ঘণ্টার মধ্যেই নাবালিকা কন্যাটিকে অমরপুর মহকুমা থেকে পুলিশ উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলেও আসামি জয়ন্তকে জালে তুলতে পারে নি পুলিশ। মামলার নম্বর ছিল ৪৪/২০২৩. আই পি সি ৩৬৬( এ) ধারায় মামলা দায়ের করা হলেও পুলিশ জয়ন্তকে জালে তুলতে পাঁচ মাস ধরে বহু খোঁজা খুঁজি করে ধরে আনতে পারছিল‌ না। অবশেষে শনিবার পুলিশের কাছে খবর আসে নাবালিকা অপহরণ কারী মূল নায়ক দক্ষিণ মাতাবাড়ি নিজ বাড়িতে অবস্থান করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে জয়ন্ত দেবনাথকে থানায় তুলে নিয়ে আসে। পরে এদিন আদালতে প্রেরন করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য