স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ নভেম্বর : সদ্য সমাপ্ত দুর্গা পূজায় বোনাস- এডভান্স পায় নি রেগা প্রকল্পের কর্মচারীরা। শনিবার তারা সাংবাদিক সম্মেলন করে অভিযোগ তুলেন। অল ত্রিপুরা এম জি এন রেগা এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্ব আগরতলা প্রেস ক্লাবে সংগঠনের তৃতীয় বার্ষিক সম্মেলন হয়। গঠিত হয় ৩৩ জনের নতুন কমিটি।
তবে পূর্ণাঙ্গ কমিটি এখনও গঠিত হয়নি। সম্মেলন শেষে প্রেসক্লাবে নেতৃত্ব সাংবাদিক সম্মেলন করেন। সহ-সম্পাদক অসীম মজুমদার অভিযোগ করেন এবছর তাদের উৎসব বোনাস- এডভান্স মিলেনি। তাই সরকারের কাছে দাবি রাখেন কালী পূজার আগে অন্তত বোনাস যাতে রেগা কর্মচারীদের দেওয়া হয়। পাশাপাশি বেতনভাতা কিছুটা বৃদ্ধিরও দাবি জানান তারা। এদিকে অসীম বাবু জানান উৎসব শেষে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হতে পারে।