স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ নভেম্বর : বাজার কমিটি নিয়ে বৃহস্পতিবার রাতে রক্তারক্তির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে টাকারজলা থানাধীন গোলাঘাটি বাজারে। এক বছরের জন্য বাজার কমিটির সম্পাদক হয়েছিল গোপাল দেবনাথ। মোট ২১ জনের কমিটি হয়েছিল। কিন্তু পাঁচ বছর পেরিয়ে গেলেও সেই কমিটি পুনরায় গঠন করার নাম নেয় নি।
এদিকে গোপাল দেবনাথ সম্পাদক হিসাবে বাজারের যে উন্নয়ন করার কথা তাও করেনি। তাই যারা তাকে সম্পাদক হিসেবে নির্বাচিত করেন তারাই আবার নামানোর প্রস্তাব তুলেন। কিন্তু কোন কাজ হয় নি। কেউ কিছু বললেই আক্রান্ত হতে হয়। এই গোপাল দেবনাথ সরকারি জমি দখল করে দোকান ঘর নির্মানের পাশাপাশি স্টল বন্টনেও অনিয়ম করেন বলে অভিযোগ। বৃহস্পতিবার গোলাঘাটি বাজারের নতুন কমিটি গঠন হয়, সেই কমিটির সম্পাদক হয় রতন ঘোষ, সভাপতি গৌরাঙ্গ দেবনাথ এবং সহ সভাপতি হয় বেনুলাল দেবনাথ। তাই এদিন রাতে গোপাল দেবনাথের সাঙ্গপাঙ্গরা নবনিযুক্ত সহ সভাপতি বেনুলাল দেবনাথকে বাড়ি থেকে বের করে রাস্তায় ফেলে মারধর করে বলে অভিযোগ। পরে তাকে নিয়ে আসা হয় বিশালগড় হাসপাতালে, সেখান থেকে রেফার করা হয় হাঁপানিয়া হাসপাতালে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।