Saturday, January 25, 2025
বাড়িরাজ্যবাংলাদেশের সাথে ত্রিপুরার রপ্তানি বেড়ে হয়েছে ২৫০ কোটি টাকা : টিঙ্কু

বাংলাদেশের সাথে ত্রিপুরার রপ্তানি বেড়ে হয়েছে ২৫০ কোটি টাকা : টিঙ্কু

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ নভেম্বর : যুবদের হাতে যদি কাজ না থাকে এবং তারা স্ব-নির্ভর করে তোলা না যায় তাহলে ভারত কি করে আত্মনির্ভর হবে। সেই জায়গায় কাজ করছেন ব্যাঙ্ক কর্মীরা। প্রতিটি ক্ষেত্রে ব্যাঙ্কের কর্মচারীরা কাজ করছেন। যুবদের নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দিচ্ছেন ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের কর্মচারীরা।

শুক্রবার ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের এক অনুষ্ঠানে একথা বললেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। দুর্নীতিকে না বলুন,জাতির জন্য অঙ্গীকার করুন। এই স্লোগানকে সামনে রেখে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত সতর্কতা সচেতনতা সপ্তাহ পালন করছে। শুক্রবার আগরতলা প্রজ্ঞা ভবনে হয় অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে গ্রামীণ ব্যাঙ্কের বিভিন্ন শাখার ম্যানেজার, ৩ টি আঞ্চলিক অফিসের কর্মীরা অংশ নেন। আলোচনা করতে গিয়ে মন্ত্রী আরও বলেন, গ্রামীণ এলাকায় ব্যাঙ্ক গুলিতে গ্রাহক বেড়েছে, লেনদেন বেড়েছে। ভারতের স্বাধীনতার ১০০ বছরের মধ্যে ভারতকে বিশ্বগুরু করার প্রধানমন্ত্রী মোদির স্বপ্ন স্বপ্নদর্শী এবং ত্রিপুরাও এর একটি অংশ হতে পারে।

তিনি আরো বলেন, ২০১৭ সালে বাংলাদেশের সাথে ত্রিপুরার রপ্তানি ছিল মাত্র ৬ কোটি টাকা। ২০২৩ সালে তা ২৫০ কোটি টাকা। এর মানে যুবকরা ব্যবসায় নিযুক্ত হচ্ছে বলে জানান মন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় ছাড়াও গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং, ডি আই জি পি ক্রাইম এন্ড ইনটিলিজেন্স কৃষ্ণেন্দু চক্রবর্তী,পশ্চিম জেলার জেলাশাসক বিশাল কুমার সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য