স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ নভেম্বর : বাজারে পেঁয়াজের কালোবাজারি রুখতে পারছে না সদর মহকুমা এনফোর্সমেন্ট টিম। গত কয়েকদিন বাজারে অভিযান চালিয়ে ব্যাপক অনিয়ম পরিলক্ষিত করেন তারা। কিন্তু তারপরও কালোবাজারি রুখতে না পেরে অবশেষে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে পেঁয়াজের স্টল খোলার সিদ্ধান্তগুলো খাদ্য দপ্তর। সে অনুযায়ী শুক্রবার মহারাজগঞ্জ বাজারে খোলা হয় পেঁয়াজ বিক্রির স্টল।
আলু , পেঁয়াজ, রসুন পাইকারি ব্যবসায়ী সমিতির উদ্যোগে এবং খাদ্য দপ্তরের তত্বাবধানে মহারাজগঞ্জ বাজারে ৫৫ টাকা কেজি করে পেঁয়াজ বিক্রি কেন্দ্র খোলা হয়। এই বিক্রয় কেন্দ্রের সূচনা করেন খাদ্য দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী । ছিলেন দপ্তরের অন্যান্য আধিকারিক সহ পাইকারি ব্যবসায়ী সমিতির সদস্যরা। সকাল ৮ টা থেকে ১১ টা পর্যন্ত এই বিক্রিয় কেন্দ্র থেকে পেঁয়াজ কেনা যাবে ৫৫ টাকা কেজি দরে। খাদ্য দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী জানান কয়েকদিন যাবত বাজারে পেঁয়াজের দাম বাজার গুলিতে বৃদ্ধি পেয়েছে। সেই মূল্য নিয়ন্ত্রন করার জন্য এই উদ্যোগ। ১ কেজি পেঁয়াজের মূল্য স্থির হয়েছে ৫৫ টাকা। কিন্তু কেউ ৫ কেজি বা তার অধিক নিলে কেজি প্রতি মূল্য পড়বে ৫১ টাকা করে। আরো বেশ কিছু বিক্রয় কেন্দ্র খোলা হবে। মূল্যের অধিক নিলে তার জন্য সেই ব্যবসায়ী দায়ী থাকবে। প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে বলে কড়া হুশিয়ারী দেন অধিকর্তা। এদিন বেশ কয়েকটি রেশন শোপের মাধ্যমে ৫৫ টাকা কেজি করে পেঁয়াজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দপ্তর। স্টল খোলার পর সাধারণ মানুষের মধ্যে কিছুটা হল স্বস্তি ফিরে আসে। ক্রেতা সাধারণ জানায় শুধু মহারাজগঞ্জ বাজারে নয়, অলিগলিত এ ধরনের উদ্যোগ নেওয়া দরকার। না হলে কালোবাজারি এভাবে মাথা চাড়া দিয়ে থাকবে।