স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ নভেম্বর : ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ৪৪ তম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে ডি ওয়াই এফ আই- রাজ্য কমিটির উদ্যোগে গত ১ থেকে ৫ নভেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন যুব সংগঠনের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় ছাত্র যুব ভবনে।
কর্মসূচির শুরুতে ডি ওয়াই এফ আই- র সভাপতি পলাশ ভৌমিক দলীয় পতাকা উত্তোলন করেন। পরে শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করেন রাজ্য সম্পাদক নাবারুন দেব সহ অন্যান্য নেতৃত্ব। রক্তদান শিবির, আলোচনা সভা, মিছিল ও মিটিং করা হচ্ছে রাজ্য জুড়ে। ১৯৮০ সালের ৩ নভেম্বর পাঞ্জাবের লুধিয়ানাতে সর্ব ভারতীয় সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের। সংগঠনের ঐতিজ্যকে সকলের কাছে পৌঁছে দিতে যারা লড়াই করে শহীদ হয়েছেন তাদের এদিন স্মরণ করেন সংগঠনের সভাপতি পলাশ ভৌমিক। পৃথিবীর মধ্যে সর্ব বৃহৎ দেশে পরিণত হয়েছে ভারত। সব দিক দিয়ে ছাত্রদের স্বপ্ন নষ্ট করে দেওয়ার চেষ্টা চলছে বলে জানান তিনি।