স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ নভেম্বর : শ্রম দপ্তরের কর্মীদের চরম উদাসীনতার কারণে আবারো দুই শ্রমিক গুরুতর আহত। ঘটনা শুক্রবার রাজধানীর নতুন নগর বাজার সংলগ্ন এলাকায়। জানা যায়, এলাকায় রাস্তা প্রসস্ত করার ফলে মাঝে চলে আসা বিদ্যুৎ -র খুঁটি সরানোর কাজ শুরু হয়। খোলা হচ্ছিল পুরনো খুঁটিতে লাগানো বিদ্যুৎ -র তার।
ঠিকেদারের অধীনে শ্রমিকরা এই কাজ করছিলেন। আর এতেই ঘটে বিপত্তি। তার খোলোর জন্য একটি খুঁটিতে উঠেন শ্রমিক। সিঁড়িতে ছিলেন আরো একজন। আচমকা পুরনো খুঁটিটি হেলে যায়। দুই শ্রমিক নামার আগেই ভেঙ্গে পড়ে পুরোনো জং ধরা বিদ্যুৎ -র খুঁটি। এর ফলে উপর থেকে নীচে পরে গিয়ে গুরুতর আহত হয় এক শ্রমিক। অপর শ্রমিকের অল্প বিস্তর আঘাত লাগে। খবর পেয়ে আসে এয়ারপোর্ট থানার পুলিশ। পথচারীদের সহায়তায় আহত দুই শ্রমিককে জিবি হাসপাতালে পাঠানো হয়। তবে এভাবে প্রতিদিন বহু শ্রমিক পঙ্গু হয়ে পরিবারের কাছে বোঝা হয়ে দাঁড়াচ্ছে। রাজ্যের শ্রম দপ্তর থাকলেও দপ্তরের কর্মীদের কোন নেই সক্রিয় ভূমিকা। বহুবার সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে কিভাবে শ্রমিকদের সচেতন করা যায়। কিন্তু কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন হয়ে আছে রাজ্যের শ্রম দপ্তরের কর্মীরা।