স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ নভেম্বর : আলোর উৎসব দীপাবলিতে শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হচ্ছে টাউন বড়দোয়ালি মন্ডল যুব মোর্চা। রাজ্যবাসীর মঙ্গল কামনা করে মায়ের আরাধনা করবে তারা। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে জানান যুব সংগঠনের রাজ্য সহ- সভাপতি ভিকি প্রসাদ।
তিনি বলেন, ১১ নভেম্বর কালী পূজার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। উপস্থিত থাকবেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, টাউন বড়দোয়ালী বিজেপি মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ বিধানসভা এলাকার সমস্ত কর্পোরেটররা। উদ্বোধনের পর বিভিন্ন মঠ- মন্দিরের পূজারিদের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে।
১২ কালী পূজাড় পাশাপাশি প্রসাদ বিলি করা হবে। একই সঙ্গে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৩ তারিখও প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ১৪ নভেম্বর বিসর্জন হবে। শক্তি আরাধনায় সমস্ত অংশের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানান তারা। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি পদ্মনাভ সাহা সহ অন্যান্যরা।