স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ নভেম্বর : অনির্দিষ্টকালের জন্য তেলিয়ামুড়া-আগরতলা বাস এবং ম্যাক্স গাড়ি চলাচল বন্ধ রাখে বি এম এস সমর্থিত বাস এবং ম্যাক্স গাড়ির চালকরা। শুক্রবার সকাল থেকে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়।
এতে করে বিপাকে পড়েন যাত্রীরা। তেলিয়ামুড়া এবং চন্দ্রপুরের বি এম এস অনুমোদিত বাস-জিপ চালক সংঘের নেতৃত্ব জানান তেলিয়ামুড়া শহরের বুকে আসাম-আগরতলা জাতীয় সড়কে গাড়ি দাঁড় করিয়ে প্যাসেঞ্জার নিলেই পুলিশ তাদের’কে হেনস্থা ও জরিমানা করে। যার ফলে তাদের’কে নেতাজিনগর এবং পুরাতন তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালের মাঠে দাঁড়িয়ে প্যাসেঞ্জার নিতে হয়। নেতাজিনগর এবং পুরাতন তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালের মাঠে যাত্রী হয় না বলে দাবি করেন তারা। তাদেরকে খালি গাড়ি নিয়ে তেলিয়ামুড়া থেকে আগরতলার উদ্দেশ্যে পাড়ি দিতে হয়।
আর এই বিষয়টিকেই সামনে রেখে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য তেলিয়ামুড়া- আগরতলার বাস এবং ম্যাক্স গাড়ি চলাচল বন্ধ রাখে বি এম এস অনুমোদিত বাস এবং ম্যাক্স গাড়ির চালকরা। যান চলাচল বন্ধের ফলে তেলিয়ামুড়া থেকে আগরতলা যাওয়ার যাত্রীদের মধ্যে ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়। ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থেকেও গাড়ি পাননি অনেক যাত্রী। যার ফলে চরম দুর্ভোগের শিকার হয় যাত্রীদের। এখন দেখার বিষয় কবে নাগাদ পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।