স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ নভেম্বর : ৫ বছর স্থির বেতনে চাকরির বন্ধ্যা পদ্ধতি নিয়ে সরব হল টেট শিক্ষকরা। তাদের দাবি পাঁচ বছর স্থির বেতনের নিয়ম বন্ধ করার। জন্ম লগ্ন থেকেই ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এই দাবি জানিয়ে আসছে। বৃহস্পতিবার সংগঠন ফের পেশাগত সহ বিভিন্ন দাবিতে দেখা করেন অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়ের সঙ্গে।
প্রতিনিধি দলে ছিলেন সভাপতি রাজেশ দত্ত, সাংগঠনিক সম্পাদক সুরজিত দেবনাথ, সাধারণ সম্পাদক অজয় পাল সহ অন্যান্যরা। তাদের দাবির মধ্যে রয়েছে সমস্ত স্তরের গ্রুপ- সি ও গ্রুপ- ডি কর্মচারীদের জন্য স্বাস্থ্য বীমা দ্রুত চালু করা, বিদ্যালয় গুলিতে প্রধান শিক্ষক নিয়োগ যাতে টি পি এস সির মাধ্যমে করা, ১৬ তম অর্থ কমিশন বসার আগেই যাতে শিক্ষকদের মধ্যে স্কেলের পার্থক্য গুছিয়ে আনা গ্রেড পে দেওয়া। সংগঠনের সম্পাদক জানান, অর্থমন্ত্রীর সঙ্গে সৌহার্দ্য পূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। মন্ত্রী তাদের জানিয়েছেন ৫ বছরের স্থির বেতনের পদ্ধতি উঠানোর ক্ষেত্রে গঠিত কমিটির রিপোর্ট আসা শুরু হয়েছে ইতিমধ্যে। এর উপর সরকার আগামী দিন বিষয়টি বিবেচনা করে দেখবে।