Sunday, January 26, 2025
বাড়িরাজ্যসূর্যমনিনগর বিদ্যুৎ সাব স্টেশনকে ৪০০ কেভিতে উন্নতি করার পরিকল্পনা সরকারের

সূর্যমনিনগর বিদ্যুৎ সাব স্টেশনকে ৪০০ কেভিতে উন্নতি করার পরিকল্পনা সরকারের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ নভেম্বর : সূর্যমনিনগর ১৩২ কেভি বিদ্যুৎ সাব স্টেশনকে ৪০০ কেভিতে উন্নীত করা হবে। আগামী দিনের চাহিদার কথা মাথায় রেখে এই পরিকল্পনা। ২০৩০-৩১ সালে রাজ্যে বিদ্যুতের চাহিদা থাকবে ৭০৩ মেগাওয়াট। তাই আগে থেকে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি শক্তিশালী বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার প্রস্তুতি রাখতে হবে।

এজন্য ৪০০ কেভি সাব স্টেশন করার চিন্তা ভাবনা সূর্যমনিনগরের ১৩২ কেভি সাবস্টেশনকে। কেন্দ্রের তরফে মিলেছে অনুমোদন।তাই সব কিছু দেখতে বুধবার সেখানে যান মন্ত্রী রতন লাল নাথ, দপ্তরের সচিব, সি এম ডি সহ অন্যান্য আধিকারিকরা। পরে বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ জানান, সূর্যমনিনগরের সাব স্টেশনের সঙ্গে যুক্ত হবে পালাটানা, মনারচক, রুখিয়া, বড়মুড়া ও আর সি নগর নিপকো। পাশাপাশি বাংলাদেশের লাইনও এখানে যুক্ত হবে বলে জানান মন্ত্রী।

তিনি জানান, ৪০০ কেভি সাব স্টেশন হওয়ার পরে রাজ্যে এটি বিদ্যুৎ হাব হিসেবে স্বীকৃতি পাবে। বিদ্যুৎ মন্ত্রী আরও জানান, ৪০০ কেভি সাব স্টেশন করা গেলে আগামী ১৫-২০ বছরের মধ্যে বিদ্যুতের কোন বড় ধরণের সমস্যা হবে না।প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৯১ কোটি ২০ লাখ টাকা। এদিন মন্ত্রী ধন্যবাদ জানান দুর্গা পূজায় ভালো বিদ্যুৎ পরিষেবা দেওয়ায় দপ্তরের সমস্ত আধিকারিক ও কর্মীদের। তিনি জানান পৃথক পৃথক ভাবে সকলকে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য