স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ অক্টোবর : দামছড়ায় লক্ষী পূজার রাতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন। ঘটনার বিবরণে জানা যায়, দামছড়া থানাধীন দামছড়া এডিজি ভিলেজের কাসকাউ পাড়া এলাকায় বড় ভাই কুঙফারাই রিয়াং তার ছোট ভাই পাজনা রিয়াং -এর দায়ের আঘাতে লুটিয়ে পড়ে।
রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এদিন রাতে দুই ভাই অতিরিক্ত পরিমাণ নেশা করে নিজেদের মধ্যে ঝগড়া বাঁধে। তখন বড় ভাই ছোট ভাইকে আঘাত করলে ছোট ভাই নেশাগ্রস্ত অবস্থায় দা দিয়ে বড় ভাইকে কুপিয়ে রক্তাক্ত করে। রক্তাক্ত অবস্থায় দামছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে স্বাস্থ্যকর্মী এবং দামছড়া পুলিশের সহায়তায় এলাকাবাসীরা বড় ভাইকে উত্তর জেলা হাসপাতাল ধর্মনগরে নিয়ে যায়। কিন্তু তার আগেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।