স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ অক্টোবর : ত্রিপুরা সরকারের খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের পূর্ব ঘোষণা অনুযায়ী সরকারী ন্যায্য মূল্যের দোকানের মাধ্যমে সরকারী ভর্তুকি মূল্যে সরিষার তেল সরবরাহ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এর অঙ্গ হিসেবে রবিবার বিকেলে খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী নিজ বিধানসভা কেন্দ্র ১০ মজলিশপুরের রাণীরবাজার সংলগ্ন নলগড়িয়া, মোহনপুর এবং কলেজ চৌমুহনীতে তিনটি অনুষ্ঠানের মাধ্যমে ন্যায্য মূল্যের দোকানে ভর্তুকি মূল্যে সরিষার তেল ও ক্যানভাস ব্যাগ তুলে দেন। খাদ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ভোক্তাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।