স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ অক্টোবর : সোমবার সকালে উদয়পুর মহাকুমা জামতলা ব্রিজ সংলগ্ন কেনেলের পারে থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে মহারানী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এলাকাবাসী মৃত যুবককে সনাক্ত করতে পারে নি।
পরবর্তী সময়ে পুলিশ খোঁজ খবর নিয়ে জানতে পারে কিল্লা থানাধীন ডাকমুড়া এলাকার মলিন্দ্র জমাতিয়ার ২২ বছরের ছেলে মত সিং জমাতিয়া। পুলিশ জানায় রবিবার বাড়ি থেকে বের হয়ে সে আর বাড়ি ফিরে নি। পুলিশ তদন্ত শুরু করেছে। ময়না তদন্তের পর মৃত্যুর আসল রহস্য জানা যাবে বলে জানায় পুলিশ। বর্তমানে মৃতদেহ মহারানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।