Sunday, January 26, 2025
বাড়িরাজ্যছেলের হাতে আক্রান্ত জন্মদাতা পিতা

ছেলের হাতে আক্রান্ত জন্মদাতা পিতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ অক্টোবর : ক্ষমতা, অর্থ, লোভ এ সবচেয়ে মানুষের কাছ থেকে হুঁশ কেড়ে নেয় তারই এক দৃষ্টান্ত পাওয়া গেল সোনামুড়া থানার অন্তর্গত দশরথ বাড়ি গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের মধুচরণ পাড়ায়। বাবা আর ছেলের মাঝখানে ঝগড়া একমাত্র রাবার বাগানকে কেন্দ্র করে। ছেলে জ্যেষ্ঠ মোহন দেববর্মা প্রতিনিয়ত নেশাগ্রস্থ অবস্থায় মারধর করত তার বাবা উপেন্দ্র দেব বর্মাকে। জ্যেষ্ঠ মোহন রাবার বাগান তাকে নিজের নামে লিখে দেওয়ার জন্য প্রতিনিয়ত ঝগড়া করত তার বাবা উপেন্দ্র দেববর্মার সঙ্গে।

কিন্তু বৃদ্ধ বাবা উপেন্দ্র দেববর্মা জীবিত থাকা অবস্থায় কখনোই রাবার বাগান তার ছেলের নামে লিখে দিতে রাজি ছিলেন না। আর এই কারণেই ছেলে জ্যেষ্ঠ মোহন তার বাবা উপেন্দ্র দেববর্মাকে। এ নিয়ে বেশ কয়েকবার সালিশি সভা ও হয়েছিল। কিন্তু কোনরকম সূরা হয়নি। মারধরের এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে রবিবার সকালে। রাবার বাগান নিজের নামে লিখে দেওয়ার জন্য যেদিন সকালেও আরো একবার ছেলে জ্যেষ্ঠ মোহন দেববর্মা  চাপ সৃষ্টি করে তার বাবা উপেন্দ্র দেববর্মার উপর।

আর উপেন্দ্র দেববর্মা তা অস্বীকার করতে নেশাগ্রস্ত ছেলে জ্যেষ্ঠ মোহন লাঠি দিয়ে বেধড়ক মারধর করে তার বাবা উপেন্দ্র দেববর্মাকে। উপেন্দ্র দেববর্মা মাটিতে লুটিয়ে পড়তে পালিয়ে যায় ছেলে জ্যেষ্ঠ মোহন। পরে আবুল হাসান নামের এক ব্যক্তি উপেন্দ্র দেববর্মাকে আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে সোনামুড়া মহকুমা হাসপাতাল। কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর জানিয়েছেন তার হাত ভেঙে গেছে। ছেলে জ্যেষ্ঠ মোহন দেববর্মার বিরুদ্ধে বাবা উপেন্দ্র দেববর্মা সোনামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করবে বলে জানা গেছে। পাষণ্ড ছেলে জ্যেষ্ঠ মোহন দেববর্মার কঠোর শাস্তির দাবি উঠেছে মহকুমা জুড়ে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য