স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ অক্টোবর : এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয় ধর্মগর মহিলা থানায়। পলাতক অভিযুক্ত ইমাম রাহান উদ্দিন। ঘটনার বিবরণে জানা যায় শনিবার রাতে ধর্মনগর মহিলা থানায় সাকাই বাড়ি মসজিদের ইমাম রাহান উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে এক নাবালিকা। জানা যায় ধর্মনগরের সাকাইবাড়ী মসজিদের ইমাম রাহান উদ্দিন।
তার বাড়ি আসামের বরাক উপত্যকার নিলাম বাজারে। সে আলগাপুর গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের এক নাবালিকার সাথে প্রণয়ের সম্পর্কে লিপ্ত হয়। দীর্ঘ দেড় বছর যাবত তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক চলছিল। অভিযুক্ত ইমাম নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দেয়। গত তিন মাস ধরে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে বলে জানান নির্যাতিতার মা জানান। শনিবার অভিযুক্ত ইমাম ও নাবালিকার মধ্যে ফোনে কথাবার্তা চলাকালিন সময় বিষয়টি নজরে আসে নাবালিকার মায়ের। তারপর নাবালিকা তার মাকে গোটা ঘটনার বিষয়ে অবগত করে। এরই মধ্যে অবস্থা বেগতিক বুঝতে পেরে অভিযুক্ত ইমাম রাহান উদ্দিন পালিয়ে যায়। এইদিকে নাবালিকার মা শনিবার রাতে মেয়েকে নিয়ে ধর্মনগর মহিলা থানায় উপস্থিত হন। এবং অভিযুক্ত ইমামের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন। থানায় মামলা দায়ের করার পর পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।