স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ অক্টোবর : মেয়ে সংক্রান্ত ঘটনা ঘিরে আক্রান্ত মহিলা। দুর্বৃত্তরা মহিলার পা ভেঙে দেয়। এবং মিথ্যা মামলা দিয়ে যুবককে থানার লকআপে ঢুকিয়ে দেওয়ায় প্রতিবাদে রামনগর পুলিশ ফাঁড়ি ঘেরাও করলো এলাকাবাসী। অভিযুক্তরা হলো রমেশ হরিজন, বিশাল হরিজন, রোহিত হরিজন, বিকাশ হরিজন। অভিযুক্ত চার মাফিয়ার বিরুদ্ধে রবিবার সরব হয় এলাকাবাসী।
তাদের অভিযোগ সমাদ্রোহীরা নেশার সাথে জড়িত। এর প্রতিবাদ করলে এলাকাবাসীকে বিভিন্ন সময়ে মারধর ও ভয় ভীতি প্রদর্শন করে তারা। এলাকার প্রিয়াংকা হরিজন নামে এক মহিলাকে মারধর করে পা ভেঙে দেয় বলে অভিযোগ। পাশাপাশি যুবককে প্রচন্ড মারধর করে বলে অভিযোগ। তারই প্রতিবাদে এদিন রামনগর পুলিশ ফাঁড়ি ঘেরাও করে এলাকাবাসী। কিন্তু তার প্রতিবাদ জানাতে এসে উল্টো রামনগর থানার পুলিশ তাদের কোনরকম সাহায্য না করে সেই মার খাওয়া যুবককে লকাপে ঢুকিয়ে দেয় বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ। এলাকাবাসী আরো জানান অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় এ ধরনের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এবং একটি মেয়ে সংক্রান্ত ঘটনা ঘিরে তারা প্রতিনিয়ত ছেলের পরিবারের উপর আক্রমণ চালাচ্ছে। এর সুষ্ঠু তদন্তে দাবি করে তারা।