স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ অক্টোবর : ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের বাম বিধায়ক অশোক মিত্রের বাড়িতে চুরি সহ একই রাতে বিলোনিয়া শালটিলা এলাকার সাতটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। গত ২৬ অক্টোবর রাতে এই চুরির ঘটনা ঘটে।
জানা যায় বিলোনিয়া শালটিলা এলাকা বিধায়কের বাসভবন থেকে জলের মোটর চুরির ঘটনা ঘটে। গত ২৭ শে অক্টোবর দুপুরে বিলোনিয়া থানাতে চুরির ঘটনার মামলা দায়ের করা হলেও ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও বিলোনিয়া থানার পুলিশ বাবুরা বিধায়কের বাড়ি গিয়ে তদন্ত করে দেখার প্রয়োজন মনে করেনি। পুলিশের ভুমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়ে রবিবার দুপুর দুইটা নাগাদ বিলোনীয়া শহর সহ শহরতলিতে ক্রমবর্ধমান চুরির ঘটনায় বিলোনীয়া থানায় ডেপুটেশন দেন দুই বাম বিধায়ক দীপঙ্কর সেন ও অশোক মিত্র। মানুষের নিরাপত্তা প্রদানে , রাতে টহলদারি বৃদ্ধি করতে্, প্রদেয় সিসি ফুটেজ দেখে সাদা গাড়িটি ও চোরদের সনাক্ত করতে দাবি জানান দুই বিধায়ক । ডেপুটেশনের পর পুলিশ আধিকারিক আশীষ দাস প্রতিশ্রুতি প্রদান করেন।