স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ অক্টোবর : এলাকায় নেশা জাতীয় সামগ্রী বিক্রির বিরোধিতা করতে গিয়ে নেশা কারবারিদের হাতে আক্রান্ত একাধিক ব্যক্তি। ঘটনা শনিবার গভীর রাতে পশ্চিম লক্ষীবিল এলাকায়। জানা যায় পশ্চিম লক্ষীবিল এলাকায় বেশ কিছুদিন যাবত কিছু ব্যক্তি প্রতিনিয়ত নেশা সামগ্রী বিক্রি করে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এলাকার বাসিন্দা বিশ্বজিৎ দাস , পিতা নেপাল দাস সহ কয়েকজন ব্যক্তি মিলে এই সমস্ত নেশাকারবারের বিরোধীতা করে। যার ফল স্বরূপ এলাকার নেশা কারবারীরা ঐক্যবদ্ধভাবে বিশ্বজিৎ দাসের বাড়িতে শনিবার রাতে চড়াও হয়। বিশ্বজিৎ দাসের পিতা নেপাল দাস সহ একাধিক সদস্যের উপর আক্রমণ করেন। ভাঙচুর চালানো হয় সামগ্রী। ঘটনাস্থলে রাতে ছুটে যান এলাকার বিধায়ক সুশান্ত দেব।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যায় পুলিশ। রবিবার সংবাদমাধ্যমে সামনে আক্রমণকারীদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন বিশ্বজিৎ দাস সহ তার পরিবারের সদস্যরা। এ সমস্ত নেশা কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবী তোলেন। অন্যদিকে রাতে এই ঘটনাকে জড়িয়ে উস্কানিমূলক এক ভিডিও ভাইরাল হয়ে যায়। পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার ঘটনাস্থলে যান জেলা পুলিশ সুপার বি জে রেড্ডি, বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন, বিশালগড় থানার ওসি তাপস দাস। এই ঘটনার সঙ্গে জড়িত মূল মাস্টার মাইন্ড মিঠুন ঘোষ ও রঞ্জন ঘোষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান জেলা পুলিশ সুপার। এলাকায় কোন অনভিপ্রেত ঘটনা ঘটেনি। যারা মানুষকে বিভ্রান্ত করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কড়া বার্তা দেন। গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। এলাকায় শান্তি-শৃঙ্খলা সম্পূর্ণ বজায় রয়েছে। পুলিশ একটি স্বতঃপ্রনোদিত মামলা নিয়েছে। জেলা পুলিশ সুপার এস ডি পি ও-কে নির্দেশ দিয়েছেন পশ্চিম লক্ষীবিল এলাকায় শান্তি বৈঠক করার জন্য। গুজব না ছড়ায়, তার জন্য সকলের উদ্দেশ্যে আহ্বান জানান জেলা পুলিশ সুপার।