Friday, December 1, 2023
বাড়িরাজ্যআগুনে পুড়লো টমটম

আগুনে পুড়লো টমটম

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ অক্টোবর : রবিবার দুপুরে নিজ বাড়িতে টমটমের ব্যাটারি চার্জে দেওয়ার সময় শর্ট সার্কিট থেকে আগুনে পুড়ে যায় টমটম।

ঘটনা বিবরণে জানা যায়, খোয়াই অফিসটিলা স্থিত তাঁতি পাড়ার বাসিন্দা রঞ্জিত তাঁতি টমটমের ব্যাটারি চার্জে বসিয়ে ঘরে যায় ভাত খাওয়ার জন্য। তখন ঘরে ভাত খাওয়ার সময় দেখতে পায় বাইরে টমটম থেকে ধোঁয়া বের হচ্ছে। তা দেখে ঘর থেকে বেরিয়ে দেখতে পায় টমটমে আগুন। সঙ্গে সঙ্গে টমটমের চার্জ বন্ধ করে দেন। তখন টমটমে আগুন লেগে যায়। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। কিন্তু টমটমটি সিংহভাগ পুড়ে যায়। মাথায় আকাশ ভেঙে পড়ে টমটম চালকের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য