Friday, December 1, 2023
বাড়িরাজ্যপ্রয়াত নেতার বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী

প্রয়াত নেতার বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ অক্টোবর : প্রয়াত উত্তর জেলা বিজেপি সাধারণ সম্পাদক সুমিত দে -র বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গভীর শোক জ্ঞাপন করে পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী টিংকু রায়, মন্ত্রী সান্তনা চাকমা, বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উত্তর জেলা বিজেপি সভানেত্রী মলিনা দেবনাথ, ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী এবং প্রদেশ বিজেপি সভাপতি সহ অন্যান্যরা সুমিত শোকাহত পরিবারের সাথে কথা বলেন। পাশে থাকার আশ্বাস দেন। উল্লেখ্য সুমিত দে -র একমাত্র ছেলে রয়েছে, যে নবম শ্রেণীতে পাঠরত। বিজেপি নেতার মৃত্যুর পর পরিবারটি ভেঙে পড়েছে বলে অভিমত স্থানীয়দের।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য