স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ অক্টোবর : আগরতলা শহরে লাইন গ্যাসের পাইপ লিক হওয়ার ঘটনা ক্রমশ বাড়ছে। লক্ষী পূজায় রাতে শহরের গান্ধীঘাট সংলগ্ন এলাকায় গ্যাসের পাইপ লিক হয়ে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা সংগঠিত হওয়ার উপক্রম হয়ে দাঁড়ায়।
স্থানীয়রা আগুনের দৃশ্য দেখতে পেয়ে খবর দেয় দমকল কর্মীদের। আগরতলা ফায়ার স্টেশন সহ অন্যান্য ফায়ার স্টেশন থেকে মোট তিনটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে অল্পতে রক্ষা পেয়েছে গোটা এলাকা। দমকল কর্মীদের কাছ থেকে জানা যায় যান্ত্রিক কারণবশত এই অগ্নিকাণ্ডের ঘটনার সংগঠিত হয়েছে। তবে এই অগ্নিকাণ্ডে তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। ঘটনাস্থল ঘনবসতিপূর্ণ না হওয়ায় আগুন বিস্তার লাভ করতে পারেনি। এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় স্থানীয়দের মধ্যে।