স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ অক্টোবর : লক্ষ্মী পূজার রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এবং অপর একটি খোয়াই – তেলিয়ামুড়া সড়কের সি এন জি স্টেশনের সংলগ্ন জীপ স্ট্যান্ডের লাগোয়া বি ও সি – সংলগ্ন এলাকায়। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ লক্ষাধিক টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে আশেপাশের আরো বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে যেতে পারতো বলে আশঙ্কা।
শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা। পাশাপাশি চারটি দোকানঘর। দোকান গুলির মধ্যে একটি ছিল মিষ্টির দোকান, একটি অটো মোবাইল পার্টসের দোকান, একটি হোটেল ও একটি সব্জির দোকান। জানা যায়, আগুনে প্রবীর দাসের অটো মোবাইল পার্টসের দোকান, শ্যামল ঘোষের হোটেল ও রাসবিহারী দেবনাথের সব্জির দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। প্রদীপ নাগের মিষ্টির দোকানের মিষ্টি তৈরির কারখানাঘরটিও পুড়ে ভষ্মীভূত হয়ে গেছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।