স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ অক্টোবর : লক্ষ্মী পূজার রাতে বাড়িতে দুর্বৃত্তদের হামলা। ঘটনা কাকড়াবন আমতলী এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, নেশাগ্রস্ত অবস্থায় এই হামলা সংঘটিত হয়েছে।
কাকড়াবন থানাধীন শালগড়া – আমতলী এলাকার বাসিন্দা প্রান্তোষ দেবনাথের বাড়িতে রাতের বেলা এলাকার সমাজদ্রোহী হিসেবে পরিচিত গোপাল দেবনাথের ছেলে গৌতম দেবনাথ ও তার সঙ্গে পাঙ্গরা মিলে বাড়ি ঘর ভাঙচুর করে। এবং তারা এভাবে প্রায়ই নেশাগ্রস্ত অবস্থা থাকে বলে অভিযোগ বাড়ির মালিক প্রান্তোষ দেবনাথের। পরে কাকড়াবন থানায় মামলা দায়ের করা হয় সমাজ দ্রোহীদের বিরুদ্ধে।