স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ অক্টোবর : রাজ্যোর ২০ তম রাজ্যপাল হিসাবে শপথ নিলেন ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। শপথ নেবার একদিন পর পরিবারের সবাইকে নিয়ে যান ৫১ পীঠের অন্যতম পীঠ স্থান মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে। মন্দিরে আসা মাত্র তাকে স্বাগত জানান গোমতী জেলার জেলা শাসক তড়িৎ কুমার চাকমা।
উপস্থিত ছিলেন গোমতী জেলার পুলিশ সুপার নমিত পাটক সহ মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক। পরিবারের লোকজনদের সঙ্গে নিয়ে মায়ের মন্দিরে পূজা দিয়ে মন্দিরের শিব বাড়িতে ও পূজা দেন। মঙ্গল কামনা করেন রাজ্যবাসীর। পুজো দিয়ে রাজ্যপাল কল্যান সাগর দীঘিতে যান। পাশাপাশি তিনি অত্যন্ত আপ্লুত হন ত্রিপুরেশ্বরী মন্দিরে গিয়ে।