Sunday, September 8, 2024
বাড়িরাজ্যস্বামী বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে "শারদ সম্মান ২০২৩" প্রদান করার উদ্যোগ

স্বামী বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে “শারদ সম্মান ২০২৩” প্রদান করার উদ্যোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ অক্টোবর : শারদোৎসবের দিনগুলিতে শহর দক্ষিনাঞ্চলের বিভিন্ন ক্লাবের পূজা সুষ্ঠু ভাবে করার জন্য স্বামী বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে “শারদ সম্মান ২০২৩” প্রদান করার উদ্যোগ নেয়া হয়েছে। এবারের শারদ সম্মান -২০২৩ প্রদান করা হবে ১৭টি ক্লাবকে।

 সমস্ত ক্লাব সেরা ক্লাব, সমস্ত পাড়া সেরা পাড়া- এই লক্ষ্যকে সামনে রেখে আগরতলা পুর নিগমের ৩৩ এবং ৪০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ১৭ টি ক্লাবকে সম্মানিত করা হবে।  আগামী ২৯ অক্টোবর এই সম্মান প্রদান করা হবে। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান স্বামী বিবেকানন্দ ক্লাবের সম্পাদক কমল দেব । শারদ সম্মান- ২০২৩ প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার। ছিলেন ক্লাবের সভাপতি সরযূ চক্রবর্তী, ক্লাব সদস্য বিপুল দে সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য