স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ অক্টোবর : পেচারথল এলাকার চাকমা সম্প্রদায় থেকে খ্রীস্টান ধর্ম গ্রহণ করা ১৬ পরিবারের মধ্যে ১৪ পরিবার ফের নিজ ধর্মে ফিরে আসেন। বৃহস্পতিবার আগরতলা টাউন হলে সাংবাদিক সম্মেলনে একথা জানান সংগঠনের সম্পাদক শান্তি বিকাশ চাকমা।
এদিন ত্রিপুরা রেজ্য চাকমা সামাজিক পরিষদের উদ্যোগে চাকমা জেনারেল অ্যাসেম্বলি হয়। উপস্থিত ছিলেন চাকমা সমাজের প্রধান সমাজপতি দেবযান চাকমা, সহ- প্রধান সমাজপতি যোগমায়া চাকমা,সহ প্রধান সমজপতি নির্মল চাকমা, প্রবীণ সাংবাদিক স্রোত রঞ্জন খিসা সহ অন্যান্যরা। এদিন তাদের জেনারেল অ্যাসেম্বলি শেষে সাংবাদিক সম্মেলন করা হয় আগরতলা টাউন হলে।এদিন সংগঠনের সম্পাদক অভিযোগ করেন, বিভিন্ন অপকৌশল প্রয়োগ করে ১৬ পরিবারকে ধর্মান্তকরণ করা হয়েছিল। তারা পরে সমস্ত বিষয় বুঝতে পেরে ১৪ পরিবার ফের নিজের চাকমা ধর্মে ফিরে আসেন। তিনি বলেন, তাদের সংস্কৃতি আজকে বিপন্নের মুখে। তাই তাদের সংস্কৃতি- সমাজ ব্যবস্থা যাতে রক্ষা করা যায়, সেজন্য যাতে প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন।