Sunday, January 26, 2025
বাড়িজাতীয়দিল্লির বাতাসের গুণগতমান পৌঁছল ২৫৬-তে, দূষণ কমাতে ছেটানো হচ্ছে জল

দিল্লির বাতাসের গুণগতমান পৌঁছল ২৫৬-তে, দূষণ কমাতে ছেটানো হচ্ছে জল

নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.): রাজধানী দিল্লি ক্রমেই চলে যাচ্ছে দূষণের কবলে। বৃহস্পতিবার সকালেও দিল্লির বাতাসের গুণগতমান ছিল ‘মন্দ’-র পর্যায়ে, সামগ্রিক এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ২৫৬। দিল্লি লাগোয়া উত্তর প্রদেশের নয়ডাতেও বাতাসের গুণগতমান ছিল ২৫৬। শুধুমাত্র দিল্লি ও নয়ডা নয়, ধীরে ধীরে দূষণের কবলে চলে যাচ্ছে হরিয়ানার গুরুগ্রামও। সেখানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ১৭৬।

দিল্লিতে যেভাবে দূষণ বাড়ছে তাতে স্বাভাবিকভাবেই চিন্তিত রাজধানীর বাসিন্দারা। দূষণ কমাতে দিল্লি সরকারও তৎপর, তা সত্ত্বেও পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। দূষণ রুখতে এদিন সকালে দিল্লির আনন্দ বিহার এলাকায় অ্যান্টি-স্মগ বন্দুক দিয়ে জল ছিটিয়ে দেওয়া হয়। বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই প্রাতঃভ্রমণকারী বলেছেন, “দূষণ পরিস্থিতি খুবই খারাপ। গত কয়েকদিন ধরে গলায় কাশি ও জ্বালাপোড়া হচ্ছে। প্রতিবছর যেমন হয় তেমনই, কোনও সমাধান নেই বলে মনে হচ্ছে। প্রচুর যানজট আছে।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য