স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জানুয়ারি : ধনপুরে রাজু রুদ্র পালের মৃত্যুকান্ডের ঘটনায় বিচার চাইলেন বিরোধী দলনেতা মানিক সরকার। অভিযোগ দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত হয়ে খুন হয়েছে রাজু রুদ্র পাল। মঙ্গলবার বিরোধী দলনেতা মানিক সরকার এক বিবৃতির মাধ্যমে জানান ধনপুর বিধানসভা কেন্দ্রের যাত্রাপুর পঞ্চায়েতের বাসিন্দা রাজু রুদ্র পালকে ২৪ এবং ২৫ জানুয়ারি দৈহিক নির্যাতন করে খুন করা হয়েছে বলে নিহিতের পিতামাতা এবং এলাকাবাসীর অভিযোগ।
যাদের আক্রমণে ও নির্যাতনে মনিন্দ্র রুদ্র পালের ছেলে রাজু রুদ্র পালের হত্যাকাণ্ডের ঘটনার আক্রমণকারীরা এলাকার সন্ত্রাসবাদি কার্যকলাপের সাথে যুক্ত বলে পরিচিত। হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় জনমনে ক্ষোভ বিক্ষোভ সৃষ্টি হয়েছে। প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে অবিলম্বে পুলিশকে ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। হত্যাকান্ডের তীব্র নিন্দা জানান বিরোধী দলনেতা মানিক সরকার। নিহিত পিতা-মাতা সহ আত্মীয় পরিজনদের প্রতি সমবেদনা জানান তিনি। হত্যাকারীদের যাতে কোনভাবে পুলিশ দুর্বল ভূমিকার রেহায় না পায়, তার জন্য বিশেষভাবে আহ্বান জানান মানিক সরকার। নিহত পরিবারের পাশে প্রশাসনের সাহায্যের হাত বাড়িয়ে দিতে দাবি জানান বিরোধী দলের নেতা মানিক সরকার।