স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ অক্টোবর : সম্প্রতি প্রকাশিত হয়েছে বহু চর্চিত গ্রুপ সির ফলাফল। দীর্ঘ প্রতীক্ষার পর মুখে হাসি ফুটেছে বেকারদের। বুধবার রবীন্দ্র শত বার্ষিকী ভবনে এক অনুষ্ঠানে আয়োজন করে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের পক্ষ থেকে সৌভাগ্যবানদের হাতে তুলে দেওয়া হয় চাকুরির অফার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ সহ অন্যান্য আধিকারিকরা। এইদিনের অনুষ্ঠানে মন্ত্রী রতন লাল নাথ সৌভাগ্যবানদের হাতে খাম বন্ধি চাকুরীর অফার তুলে দেন। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন কৃষকরা চাষ না করলে মানুষ খেতে পাবে না। তাই দেশের প্রধানমন্ত্রী কৃষকদের আয় বৃদ্ধি করার জন্য একের পর এক দিদ্ধান্ত গ্রহণ করে চলছে। কৃষকরা হচ্ছে অন্নদাতা। কৃষকরা মুখ ঘুরিয়ে নিলে সকলে অস্তিত্ব সঙ্কটে ভুগবে। কৃষিতে ত্রিপুরা রাজ্য এখনো আত্মনির্ভর হতে পারে নি। তথ্য তুলে ধরে মন্ত্রী রতন লাল নাথ জানান কৃষিতে দক্ষিন জেলা, গোমতী জেলা, ধলাই জেলা স্বাবলম্বী। উত্তর জেলা, ঊনকোটি জেলা, খোয়াই জেলা ও পশ্চিম জেলা স্বাবলম্বী নয়। এইদিনের অনুষ্ঠানে কৃষকদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।