Wednesday, February 12, 2025
বাড়িরাজ্যচুরির ঘটনায় গ্রেফতার ২

চুরির ঘটনায় গ্রেফতার ২

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ অক্টোবর : মঙ্গলবার সকালে TR O3 3559 নম্বরের অটো চালক গৌতম দে নিজের অটো গাড়ি নিয়ে টেপানিয়া আর ডি‌ ব্লকে যায়। সেখান তার ভাই পঞ্চাশ হাজার টাকা দেয়। গৌতম সেই টাকা অটো রিকশায় রেখে অন্য একটি কাজে যায়। কিছুক্ষণ পর এসে দেখে অটো রিক্সায় রাখা টাকা নেই। সঙ্গে সঙ্গে অটো রিক্সায় চালক গৌতম তার বন্ধুদের খবর দেওয়া হয়।

 তারা এসে সিসি ক্যামেরা দেখে দুইজনকে অটো রিক্সা টাকা চুরি করতে দেখা যায়। বুধবার সকালে কয়লার মাঠ এলাকায় ভাড়া থাকা শিপ্রা সাহার ছেলে সৈকত সাহাকে সনাক্ত করতে পারে লোকজনরা। তাকে নিয়ে আসা হয় কয়লার মাঠ এলাকায় স্থানীয় একটি ক্লাবে। তাকে জিজ্ঞেসা করে জানতে পারে তার মা এস পি অফিসে চাকরি করেন। বাড়ি কাকড়াবন এলাকায়। অপর এক বন্ধু দীপঙ্কর দাশ জড়িত এই টাকা চুরির ঘটনায়। তার বাড়ি কাকড়াবনে। দুইজনই নেশা সেবনকারী বলে এলাকার যুবকরা জানায়। পরবর্তী সময়ে দুইজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে রাধাকিশোরপুর থানায় নিয়ে আসে। এ দিকে অটো চালক গৌতম রাধাকিশোরপুর থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য