Thursday, January 16, 2025
বাড়িরাজ্যআমবাসাতে ২০০ শয্যার যুব আবাস সেখানে নির্মিত হচ্ছে : টিঙ্কু

আমবাসাতে ২০০ শয্যার যুব আবাস সেখানে নির্মিত হচ্ছে : টিঙ্কু

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ অক্টোবর : রাজ্যে মুখ্যমন্ত্রী সামাজিক প্রকল্পে প্রায় ৩০ হাজার নতুন সামাজিক ভাতা দেওয়া হবে। এর জন্য আবেদন জমা নেওয়া হয়েছে। স্কুটিনির পর খুব শীঘ্রই সেই টাকা চালু করা হবে। বুধবার সচিবালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ঘোষণা দেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়।

তিনি বলেন, নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এখন পর্যন্ত ৩৩৪ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নিয়োগ করা হয়েছে। পাশাপাশি ১৭৬ জন অঙ্গনওয়াড়ি হেল্পার নিয়োগ করা হয়েছে। এবং দীর্ঘদিন ধরে যেসব অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা দায়িত্ব পালন করছেন তাদের মধ্যে থেকে শিক্ষিত বেছে ১০০ জনকে সুপারভাইজার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, দিব্যাঙ্গনদের সামাজিক ভাতা প্রদানের ক্ষেত্রে সরকার মিশন মুডে কাজ করছে। কোন দিব্যাঙ্গন যদি সামাজিক ভাতা না পেয়ে থাকে তাহলে সেটা সরকারের নজরে আসতেই পাঁচ থেকে সাত দিনের মধ্যে দিব্যাঙ্গন ভাতার ব্যবস্থা করা হচ্ছে সেই ব্যক্তির জন্য। ইতিমধ্যে ২০৩৬ জন এইচ.আই.ভি রোগী ভাতা পান। গত তিন মাসে আরো ৮৩ জনকে  এইচ.আই.ভি রোগীকে ভাতা দেওয়া হয়েছে। ২৮৬৫ জন ক্যান্সার রোগী সামাজিক ভাতা পাচ্ছে। নতুন সরকার আসার পর ২৭০ জন ক্যান্সার রোগীকে ভাতা দেওয়া শুরু হয়েছে।

এইচ.আই.ভি এবং ক্যান্সার রোগী যতদিন বেঁচে থাকবে ততদিন ভাতা পাবে। পাশাপাশি যেসব শিশুদের বাবা নেই, কিন্তু গরিব, তাদের ক্ষেত্রে প্রতিমাসে চার হাজার টাকা করে দেওয়া এবং হোমে রাখার ব্যবস্থা করা হয়েছে। মন্ত্রী এদিন জানান, আমবাসাতে ২০০ শয্যার যুব আবাস সেখানে নির্মিত হচ্ছে। কাজ প্রায় শেষের পথে। মুখ্যমন্ত্রী এর উদ্বোধন করবেন। মন্ত্রী জানান, এন এস আর সি সিতে নতুন বাস্কেট কোর্ট চালু করা হয়েছে। এবারের বাজেটে অনুমোদন পাওয়া গেছে উদয়পুরে ও ঊনকোটি জেলাতে যুব আবাস তৈরির। মন্ত্রী টিঙ্কু রায় শ্রম দপ্তর নিয়ে কথা বলতে গিয়ে জানান চা- শ্রমিক কল্যাণ প্রকল্পে ইতিমধ্যে ২ হাজার চা শ্রমিক পরিবারকে জমি দেওয়া হয়েছে। চা বাগানের শ্রমিকদের ই পি এফের টাকা ফেরত দেওয়া হয়েছে বিভিন্ন চা বাগানে শিবির করে।এখন পর্যন্ত এই কাজ প্রায় ৯০ শতাংশ হয়েছে বলে জানান মন্ত্রী। প্রতিটি চা বাগানের শ্রমিকদের বোনাস পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে দপ্তর থেকে। বোধজংনগরে ই এস আই হাসপাতাল নির্মাণের জন্য খুব শীঘ্রই কাজ শুরু হবে। শ্রম দপ্তরের পরিকল্পনা রয়েছে কিছু লেবার শেড তৈরি করার। জিবিতে চিকিৎসা করতে আসা শ্রমিকরা যাতে থাকতে পারেন সেজন্য এগুলি তৈরি করা হবে বলে জানান মন্ত্রী।এছাড়াও বিভিন্ন বিষয় উঠে আসে মন্ত্রীর কথায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য