স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ অক্টোবর : ধর্ম পরিবর্তন করে বিপাকে দুইটি পরিবার। ন্যায় বিচারের দাবি জানিয়ে শেষ পর্যন্ত উচ্চ আদালতের দ্বারস্থ হল অসহায় দুইটি পরিবার। ঘটনার বিবরণে জানা যায় ঊনকোটি জেলার অন্তর্গত পশ্চিম আন্দারছড়া গ্রামের বাসিন্দা পূর্ণজয় চাকমা এবং তরুণ চাকমা ২০২২ সালের নভেম্বর মাসে বৌদ্ধ ধর্ম ত্যাগ করে খ্রিষ্টান ধর্ম গ্রহণ করেন। খ্রিষ্টান ধর্ম গ্রহন করার পর থেকে চাকমা সামাজিক বিচার কমিটি এবং আদম পঞ্চায়েত এই দুইটি পরিবারকে সমাজ থেকে বহিষ্কার করে এবং বিভিন্ন ধরনের হুলিয়া জারি করে।
বিগত এক বছর ধরে এই দুটি পরিবার দুর্বিষহ পরিস্থিতির মধ্যে জীবন যাপন করছে। ন্যায় বিচারের দাবিতে বাধ্য হয়ে পূর্ণজয় চাকমা এবং তরুণ চাকমা উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেন। মঙ্গলবার এই রিট পিটিশনের উপর শুনানি হয়। উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধের বেঞ্চে এইদিন শুনানি হয়। পূর্ণজয় চাকমা ও তরুণ চাকমার পক্ষে এইদিন আদালতে সাওয়াল করেন বরিষ্ঠ আইনজীবী সম্রাট কর ভৌমিক। উচ্চ আদালতে শুনানি শেষে বরিষ্ঠ আইনজীবী সম্রাট কর ভৌমিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আদালত এই মামলায় রাজ্য সরকারকেও পক্ষ ভুক্ত করেছে। বিচারক নিজেও এইদিন এই ঘটনা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। বিচারক পুলিশকে নির্দেশ দিয়েছেন অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করার জন্য। পাশাপাশি এই মামলার পক্ষ ভুক্ত সকলকে নোটিস ইস্যু করা হয়েছে। দুর্গা পূজার ছুটির পর এই মামলার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হবে বলে জানান তিনি।