স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ অক্টোবর : কলমচৌড়া থানাধীন মানিক্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকার দুদু মিঞার ছেলে ভেলুয়ারচর স্কুলের একাদশ শ্রেনীতে পড়ুয়া ছাত্র ইউনুস মিঞা। প্রেমের কারণে ফাঁসিতে আত্মহত্যা করেছে বলে জানা যায়। ঘটনার বিবরণে জানা যায়, ইউনুস মিঞা মানিক্য নগর এলাকার এক মেয়ের সাথে প্রেমের সম্পর্কে ছিল।
গত ৩ মাস আগে মানিক্যনগর স্কুলের শিক্ষকরা একটা মেয়ের সাথে অশ্লিল আচরন করার সময় তাকে ভেলুয়ারচর স্কুলে আটক করে মানিক্যনগর নলজলা এলাকার ফিরোজ মিঞা ও ইমান হোসেন সহ এলাকার প্রধানকে খবর দিলে তারা গিয়ে তাকে স্কুল থেকে ইউনুসকে ছারিয়ে নিয়ে এসে তার পরিবারের লোকজনকে শাশিয়ে বুঝিয়ে দেয় যাতে আর এরকম ঘটনা কোনোদিন না করে। কিন্তু গত চার – পাঁচ দিন আগে মেয়ের সাথে ইউনুসের ঝগড়ার ফলে সে মঙ্গলবার সকালে একটি ভিডিও পোস্টের মাধ্যমে জানিয়ে দেয় প্রেমে ধোকা খেয়ে আত্মহত্যা করছে। ঘটনায় নেমে আসে শোকের ছায়া।