স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ অক্টোবর : সাব্রুম কলা ছড়ায় শুদ্ধিকরণে গিয়ে ১৫ বছর বয়সি নাবালিকার অস্বাভাবিক মৃত্যু পর প্রতিবাদে সরব হয়েছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। মঙ্গলবার মহিলা কমিশনের কার্যালয়ে গিয়ে ধর্নায় বসে তারা। নারী সমিতির নেত্রী তথা প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্যের নেতৃত্বে চলে এ দিন ধর্না প্রদর্শন।
ঝর্ণা দাস বৈদ্য জানান, নাবালিকা মেয়েটিকে সুস্থ করার জন্য আগরতলা বড়দোয়ালী এলাকার বাসিন্দা মেয়েটিকে আরএসএস নেতার কাছে শুদ্ধিকরণের জন্য নিয়ে যাওয়া হয়। তারপর অভিযুক্ত আরএসএস নেতা বিপ্লব সেন নাবালিকা মেয়েটিকে গোমূত্র এবং গোবর খাইয়ে নির্যাতন শুরু করে। তারপর মেয়েটিকে যখন তার পরিবার আনতে শুদ্ধিকরণে যায় তখন মেয়েটিকে পরিবারে হাতে তুলে দেয়নি অভিযুক্ত বিপ্লব সেন। আর এ ধরনের নির্যাতন সহ্য করতে না পেরে নিজেই আত্মহত্যা পথ বেছে নেয় বলে অভিযুক্ত হলেন ঝর্ণা দাস বৈদ্য। তিনি দাবি করেন মেয়েটি যেহেতু নির্যাতনের কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে তাই এটা খুন ছাড়া আর কিছু নয়। এই ঘটনার পর রাজ্যের মহিলা কমিশন এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করেনি। রাজ্য মহিলা কমিশনের কাছে দাবি এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করার জন্য।