স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ অক্টোবর : মঙ্গলবার কমিউনিস্ট পার্টির ১০৩ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল সিপিআইএম। এইদিন সিপিআইএম রাজ্য দপ্তরে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।
উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তথা বামফ্রন্টের আহবায়ক নারায়ণ কর, সিপিআইএম নেতা অমল চক্রবর্তী সহ অন্যান্যরা। বামফ্রন্টের আহ্বায়ক নারায়ন কর জানান ১৯২০ সালে ১৭ অক্টোবর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের তাসখন্ডে কিছু প্রবাসী ভারতীয় বিপ্লবী কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা করে। সেইদিন তাসখন্ডের প্রবাসী ভারতীয়রা দেস ছাড়তে বাধ্য হয়েছিলেন স্বাধীনতার অদম্য আগ্রহে। নারায়ন কর কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার তাৎপর্য তুলে ধরেন।