স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ মে : বুধবার আগরতলা পুর নিগমের ৩৭ নং ওয়ার্ডের অন্তর্গত দশমীঘাট সংলগ্ন এলাকা পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের কমিশনার তথা আগরতলা স্মার্ট সিটির সিইও শৈলেশ কুমার যাদব। সঙ্গে ছিলেন এলাকার বিধায়িকা মিনারাণী সরকার, স্থানীয় কর্পোরেটর বাপী দাস সহ অন্যান্যরা। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্মার্ট সিটির সিইও জানান, দশমীঘাটের বিপরীত পাশে দুর্গা পল্লী এলাকায় লক্ষ্য করা গেছে কিছু স্থানীয় বাসিন্দা নিজেদের ব্যক্তিগত শৌচালয় সহ অন্যান্য সম্পদ গড়ে তুলে রেখেছে।
যা দশমীঘাটে দাঁড়ালে বিশ্রী দেখা যায়। তাই এগুলো পরিদর্শন করে নির্দেশ দেওয়া হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে যাতে হাওড়া নদী প্রজেক্ট দ্বারা পাইলিং করে ঢেকে দেওয়ার মতো বন্দোবস্ত করা হয়। নাহলে দুর্গাপূজার দশমীর দিন মঙ্গল আরতি সময় দশমী ঘাটের বিপরীত পাশে এগুলো অত্যন্ত বিশ্রী দেখাবে। পাশাপাশি শৌচালয় থেকে যাতে কোন কিছু নদীতে না পড়ে তার জন্য এই নির্মাণ কাজ করা হবে। আগামী আগস্ট মাসের মধ্যে এই কাজ সম্পন্ন করার জন্য ঠিকাদারকে নির্দেশ দিয়েছেন কমিশনার।